মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
গত ৯ মাস পরে বরগুনার আমতলী উপজেলা উন্নয়ন সম্বনয় সভা উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ, সদ্য যোদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল সরকারী প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই সভা চলে বলে উপজেলা পরিষদের একটি বিশ্বস্থ্য সূত্র নিশ্চিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, দীর্ঘ ৯ মাস পর্যন্ত উপজেলা উন্নয়ন সম্বনয় সভা অনুষ্ঠিত হয়নি। এতে সরকারের দেয়া উন্নয়নগুলো বাঁধাগ্রস্থ হচ্ছিল। তাই আজ এ সভার মাধ্যমে ওই সমস্যার সমাধান হলো। আশাকরি এখন থেকে নিয়মিত এই সভা অনুষ্ঠিত হবে এবং উন্নয়নের বাঁধাগুলো দূর হবে।
উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ঋণ খেলাপী থাকা অবস্থায় তা গোপন করে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তার অপর প্রতিদ্বন্ধি আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু ফোরকানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গোলাম সরোয়ার ফোরকানের চেয়ারম্যান পদ বাতিল করে আদালত রায় দেয় এবং সম্প্রতি ওই রায়ের আলোকে নির্বাচন কমিশন আমতলী উপজেলা চেয়ারম্যান পদটি শূণ্যও ঘোষনা করেন। আইনি জঠিলতা ও নানাবিধ সমস্যার কারনে গত ৯ মাস পর্যন্ত উন্নয়ন সম্বনয় সভা করা সম্ভব হয়নি।