মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে আজ বেলা এগারোটায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বিট মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট মিটিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান। উক্ত বিট মিটিং ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহারুজ্জামান আলমাস খান, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা এ,কে,এম জিল্লুর রহমান,ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, সহিদ মোল্লা প্রমুখ। বিট মিটিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথি এ,কে,এম মিজানুর রহমান সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক,বাল্যবিবাহ সহ অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করেন।