মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪” সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহাসিন, চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস।
প্রধান অতিথি বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস তার বক্তব্যে বলেন, নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়ে থাকে। ওই সময় মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেয়। তাই নির্ধারিত সময় সকল জেলেদের আইন মান্য করে ইলিশ শিকার থেকে বিরত থাকতে তিনি অনুরোধ করেন।
উক্ত সচেতনতা সভায় জেলে, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।