মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বরগুনার আমতলী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৪ টায় আমতলী নতুন বাজার থেকে শান্তি মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেয়।
মিছিল শেষে আমতলী চৌরাস্তায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা বিএনপি’র যুগ্ আহবায়ক কামরুজ্জামান হিরুর সভাপতিত্বে ও অপর যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ তুহিন মৃধা।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডঃ নাসির উদ্দিন তালুকদার, বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডঃ নূরুল ইসলাম শানু, ষুগ্ম আহবায়ক মাহবুব আলম মৃধা, যুগ্ম আহবায়ক স্বপন হাওলাদার, যুগ্ম আহবায়ক তোফাজ্জেল হাওলাদার, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম জাকির, রুহুল আমিন, মাহবুবুর রহমান রিপন, সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, ছাত্রদল নেতা হেলাল চৌকিদার, যুবদল নেতা রাকিবুল ইসলাম রাকিবসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত দেশব্যাপীসহ আমতলীতে সকল প্রকার নৈরাজ্য ও সহিংসতা বন্ধ করতে পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান।