মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে পানিতে ডুবে আবদুল্লাহ নামক ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের শামিম মোল্লার পুত্র। নিহতের স্বজন সূত্রে জানাগেছে, আজ (মঙ্গলবার) দুপুরে ওই গ্রামের শামিম মোল্লার শিশু পুত্র আবদুল্লাহ তার বাড়ীর সামনে রাস্তার উপড়ে দাদা শানু মোল্লার দোকানে যায়। ওই দোকান থেকে শিশু আবদুল্লাহ বাড়ীতে ফিরে যাওয়ার পথে পথিমধ্যে ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে স্বজনরা ওই ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রæত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির দাদা শানু মোল্লা বলেন, আমার দোকান থেকে বাড়ী যাওয়ার পথে পথিমধ্যে একটি ডোবার পানিতে পড়ে আমার নাতি আবদুল্লাহ ডুবে মারা গেছে।