মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল ৭টায় আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুজ্জামান এর পরিচালনায় উপজেলার প্রধান জামাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবীসহ সর্বস্তরের কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মোনাজাতে আগত মুসুল্লিরা দেশবাসী ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও
পৌরশহর ও বিভিন্ন ইউনিনের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।