মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ কারবারী মোজাম্মেল গাজীকে (২২) আটক করেছে পুলিশ। আজ (শনিবার) বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে. উপজেলার পশ্চিম চিলা গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে মোজাম্মেল গাজী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) বেলা ১১টায় আমতলী থানার এসআই দাদন মিয়ার নেতৃত্বে পূর্ব চিলা গ্রামে অভিযান চালিয়ে কারবারী মোজাম্মেল গাজীকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আমতলী থানায় কারবারী মোজাম্মেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ বিকেলে আদালতে প্রেরণ করেন। আদালতের বিজ্ঞ বিচারক কারবারীকে জেল হাজতে পাঠিয়েছেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ৪৯ পিস ইয়াবাসহ কারবারী মোজাম্মেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #