ভোলা প্রতিনিধি।।
শিক্ষা বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই স্লোগানে ভোলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ই জুলাই) বেলা সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যতে ভোলা সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর, একটি জাতি কে শিক্ষিত করতে সর্বপ্রথম আপনাদের ভুমিকা অপরিসীম। ভোলা সদর উপজেলা যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমরা উপজেলা পরিষদ থেকে সব সময় আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে ও থাকবো। যে কোন প্রয়োজনে আমাদের জানালে আমরা সাধ্যমত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ সময় তিনি আরো বলেন, অনেক শিক্ষকরা স্কুলে ঠিকমত ডিউটি করে না বলেও অভিযোগ আছে। এটা মেনে নেওয়া হবে না। সে যে-ই হোন না কেনো ডিউটি না করলে ব্যবস্থা নেওয়া হবে।
আলহাজ্ব মোঃ ইউনুস বলেন, সদর উপজেলায় কোন চাঁদাবাজি, কোন অনিয়ম চলবে না। আপনি নেতা হয়ে স্কুলে যাবেন না, এটা হতে পারে না। নেতা হওয়ার পূর্ব-শর্ত হলো, আপনার বিদ্যালয়ের শিক্ষার মান ভালো হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, ছালেহা আখতার চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু তাহের।
এ ছাড়া ভোলা সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।