ভোলা প্রতিনিধি।।
আজ সরকারী সফরে ভোলায় আসছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শিল্প মন্ত্রণালের মন্ত্রীর একান্ত সচিব আব্দুল ওয়াহেদ এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রোকন-উল-হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জান গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। ৯টা ৪০ মিনিটে উপস্থিত হয়ে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে ভোলার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল ১১টায় ভোলায় কুতুবদিয়া শেলটেক রিসোর্ট সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল সাড়ে ১১টায় ভোলা জেলার সারকারখানা জন্য সম্ভাব্য স্থান পরিদর্শণ করবেন। বিকাল ৩টায় ভোলার ইলিশা ও শাহবাজপুর গ্যাসফিল্ড পরিদর্শণ করবেন। শুক্রবার সকাল ১০ টায় বিসিক শিল্প নগরীর গ্যাস সংযোগ লাইনের কাজের উদ্বোধন করবেন। দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে ভোলা ত্যাগ করবেন।
অন্যদিকে সকাল ৮টায় বারিধারাস্থ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সকাল ৯টায় হেলিকপ্টার যোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদ্দেশ্যে যাত্রা। সকাল ১০টায় বোরহানউদ্দিন হেলিপ্যাডে অবতরণ। সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিনে অবস্থিত ২২০ মোগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শণ। সকাল ১১টায় বাপেক্স’র আওতাধীন শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শণ ও কর্মকর্তাদের সাথে মত বিনিময়। দুপুর পৌনে ২টায় বোরহানউদ্দিন হেলিপ্যাড থেকে কুতুবদিয়া শেলটেক রিসোর্ট সংলগ্ন হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা। দুপুর ২টায় ভোলা সদরের সুন্দরবন গ্যাস কোম্পানীর ডিআরএস এবং সিএনজি স্থাপনা পরিদর্শণ। বিকাল আড়াইটায় ভোলা জেলার সার কারখানা স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শণ। বিকাল ৩টায় বাপেক্স কর্তৃক আবিস্কৃত ভোলা নর্থ-২ কূপ, ইলিশা-১ কূপ এবং প্রস্তাবিত ভোলা নর্থ প্রসেস প্ল্যান্ট এলাকা পরিদর্শণ। বিকাল পৌনে ৪টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা।