অনলাইন ডেস্কঃ-
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। মঙ্গলবার (৩১ আগস্ট) নিজের টুইটার একাউন্ট থেকে তিনি এই ঘোষণা দেন।
টুইট বার্তায় ডেল স্টেইন বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই খেলাটাকেই সবচেয়ে বেশি ভালবাসি। পরিবার, সতীর্থ, সাংবাদিক থেকে শুরু করে সমর্থক সবাইকে। প্রায় ২০ বছর ক্রিকেটের সঙ্গে ছিলাম। এই সময়ে অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়-পরাজয়, আনন্দ-উল্লাসের স্মৃতি রয়েছে। আমি অনেকের কাছে কৃতজ্ঞ।
ডেল স্টেইন ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। টেস্টে ৪৩৯ উইকেটের পাশাপাশি ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৯ উইকেট নিয়েছেন স্টেইন।