তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলার চাচঁড়া, চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের তিন হাজার গরিব-দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন,অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি সরকারের আমলে কেউ শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়নি। এমনকি শীতার্তদের খোঁজ খবরও নেয়নি। একমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহ সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, বিআরডিবি চেয়ারম্যান মোঃ আমিন মাহাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।